Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে ১০ পিস সোনার বারসহ আটক ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:৫১ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:৫১ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ ভরি ওজনের ১০টি সোনার বারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মহিষালবাড়ি এলাকায় একটি মাইক্রোবাস থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শান্তির মোড় এলাকার ওসমান গণি (৩৫), হরিপুর এলাকার ইসারুল ইসলাম (৩০), রশিদনগর এলাকার মো. ডালিম (২৫) ও রামকৃষ্টপুর মাঝপাড়া এলাকার ইসমাইল হোসেন (৩২)।

পুলিশ জানায়, ইসমাইল মাইক্রোবাসের চালক। অন্যরা সোনা পাচারকারী বলে জানিয়েছে পুলিশ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোনা নিয়ে তারা চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার কর হয়। সীমান্তপথে প্রায় ৫০ লাখ টাকার এ সোনা ভারতে পাচার করা হতো। এ নিয়ে থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Bootstrap Image Preview