Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আপসে ছাড়া পেলেন নসিমন চালককে পেটানো সেই মেয়র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৮:১৫ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৮:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নসিমন চালককে পিটিয়ে সমালোচনার মুখে পড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমানকে আটকের পর ছেড়ে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে মেয়র সাদেককে ছেড়ে দেয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মেয়রকে আটকের ঘটনায় সর্বমহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এর আগে সোমবার রাতে সোনারগাঁয়ের গোয়ালদী নিজ বাড়ি থেকে সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমানকে আটক করেছিল ডিবি পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এনামুল হক জানান, যাদের মারধর করা হয়েছিল তারা কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নেননি। উপরন্তু তারা আপস করেছেন। সে কারণেই মুচলেকায় সাদেকুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। তাছাড়া তার শারীরিক অবস্থারও অবনতি ঘটেছিল। 

সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, নসিমন চালক ও তার ভাগ্নেকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে তাদের কাছে মাফ চেয়েছি। আটক করা গাড়িসহ তাদের ছেড়ে দিয়েছি। তবে রাজনৈতিকভাবে স্বার্থ উদ্ধারের জন্য একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর (শনিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে গণসংযোগ শেষ করে নিজ গাড়িতে চড়ে বাসায় ফিরছিলেন মেয়র সাদেকুর রহমান সাদেক। এ সময় সোনারগাঁ জাদুঘরের সামনে বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝাই নসিমনের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এতে মেয়রের গাড়ির এক পাশের রঙ উঠে দাগ পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মেয়র সাদেকুর রহমান গাড়ি থেকে বের হয়ে নিজের হাতে থাকা লাঠি দিয়ে নসিমন চালক যুবককে মারতে শুরু করেন। ওই যুবক অপরাধ শিকার করে বার বার মেয়রের পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাননি। পরবর্তীতে মেয়রের সমর্থকরাও ওই যুবককে মারধর করে গাড়িসহ আটকে রাখে।

নির্যাতিত জামাল হোসেন উপজেলার পরমশ্বেরদী গ্রামের খবিরউদ্দিনের ছেলে। তিনি পৌর এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করেন। ছেড়ে দেওয়ার পর নির্যাতিতদের স্থানীয় যুবক রিপন খাঁন প্রাথমিক চিকিৎসা করান। পরে তাদের পরিবার সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। শুরু হয় নিন্দার ঝড়। সবখানে মেয়রের শাস্তির দাবি ওঠে। পরবর্তীতে সোমবার রাতে নিজ বাসা থেকে পৌর মেয়র সাদেকুর রহমানকে আটক করে ডিবি।

Bootstrap Image Preview