Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২১ জানুয়ারি এএসপি মিজান হত্যার প্রতিবেদন দাখিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:০১ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:০১ PM

bdmorning Image Preview


আগামী ২১ জানুয়ারি হাইওয়ে পুলিশের সহকারী কমিশনার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়া প্রতিবেদন দাখিলের পরবর্তী ওই দিন ধার্য করেন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতিবেদন দাখিল করেনি।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ জুন সকালে রাজধানীর রূপনগর বেড়িবাঁধের বিরুলিয়া সেতুসংলগ্ন রাস্তার পাশে গলায় কাপড় পেঁচানো অবস্থায় মিজানুরের (৫০) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মাসুম তালুকদার বাদী হয়ে রূপনগর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। নিহত পুলিশ কর্মকর্তা হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের সাভার সার্কেলের দায়িত্বে ছিলেন। ওই বছরের ২৩ জুলাই এ মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি ছিনতাইকারী শাহ আলম ওরফে বুড্ডা (৬২) ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২১ জুন ভোর ৫টায় এএসপি মিজান উত্তরার নিজ বাসা থেকে বের হন। দুপুর ১২টার দিকে ছোট ভাই মাসুম তার মোবাইলে ফোন দিলে রূপনগর থানা পুলিশ রিসিভ করে বলেন, এএসপি মিজানের মরদেহ মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। খবর শুনে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।

Bootstrap Image Preview