Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-৪ আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৯ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৫০ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জুরাইনের নতুন রাস্তা এলাকায় গণসংযোগের সময় একদল যুবক এ হামলা চালায় বলে অভিযোগ করেন এ বিএনপি প্রার্থী।

বিএনপির এই প্রার্থী বলেন, অতর্কিতভাবে লুঙ্গি পড়া একদল যুবক লাঠিসোটা নিয়ে এ হামলা চালায়। এতে আমার সমর্থকদের মধ্যে বেশ কয়েকজন আহত হন। আমাদের গাড়ি বহরের দুটি গাড়ি ভাঙচুর করে তারা। পরে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।

সালাহউদ্দিন আহমেদ জানান, সকালে দয়াগঞ্জ এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ সময় হাজার খানেক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। ধোলাইপাড় নতুন সড়ক পালপাড়, কাজীপাড়া, মীর হাজীরবাগ মাদ্রাসা রোড এলাকায় গণসংযোগ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ঘুণ্ডিঘর এলাকায় যান তিনি। সেখানে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করার সময় একদল যুবক এ হামলা চালায় বলে অভিযোগ করেন এই ধানের শীষ প্রার্থী।

আহতরা হলেন- মো. সাগর দেওয়ান ফারহান, হাজী আনোয়ার সরদার, মিজান ভাণ্ডারী, বিল্লাল হোসেন, মো. রিপন মিয়া ও মো. কামরুল হাসান। এছাড়া আরও ১০ জন আহত হয়েছেন বলে জানান সালাহউদ্দিন।

Bootstrap Image Preview