Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ভিডিও কনফারেন্সে বীর বাহাদুরের জন্য ভোট চাইলেন শেখ হাসিনা

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৭ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৭ PM

bdmorning Image Preview


বান্দরবানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুরের জন্য ভোট চাইলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বিকালে স্থানীয় রাজার মাঠ এলাকায় এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় আ’লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর বাহাদুর উশৈসিং, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পৌর মেয়র ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সে আ’লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, আজ বান্দরবানে বিশ্ববিদ্যালয় হয়েছে, স্কুল হয়েছে, স্কুল সরকারীকরণ করেছি, আগামীতে ছাত্রবাসও করে দিবো। পার্বত্য জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি। বান্দরবানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য আমাদের ব্যাপক পরিকল্পনা আছে, পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিতে কাজ করবো। তাই এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী ৩০ ডিসেম্বর আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন।  

Bootstrap Image Preview