Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিন দফা দাবিতে ইবি কর্মকর্তাদের মানববন্ধন

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৬:০৭ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৬:০৭ PM

bdmorning Image Preview


তিন দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা।

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচতলায় কর্মকর্তা সমিতির ব্যানারে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে উপ-রেজিস্ট্রার পদে কর্মরতদের জন্য ৫০ হাজার ও সহকারী রেজিস্ট্রারদের জন্য ৩৫ হাজার ৫শত টাকা বেতন স্কেল নির্ধারণ, চাকরির বয়সসীমা ৬০ বছরের পরিবর্তে ৬২ নির্ধারণ এবং ক্যাম্পাসের দৈনিক কর্মঘন্টা সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করার জানান সমিতির নেতারা।

কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোরশেদুর রহমান বলেন, পূর্বে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর। সেটা কেন কমিয়ে ৬০ করা হলো? আমরা চাই অনতিবিলম্বে এই চাকরির বয়স পুনর্বহাল করা হোক।

বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা বলেন, আল্টিমেটাম দেওয়ার পরও আমাদের দাবি আদায় না হওয়ায় আমরা মানববন্ধন করেছি। এরপরও প্রশাসন আমাদের দাবি মেনে না নিলে মৌন মিছিল ও ধর্মঘট পালন করা হবে। 

এসময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি শরিফ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহানুর আলম কেরমত, দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা জলিস প্রমুখ।   

Bootstrap Image Preview