Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামায়াতের ২২ প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৫ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৫ PM

bdmorning Image Preview


বিএনপি সমর্থিত জামায়াতের ২২ প্রার্থীকে ধানের শীষ প্রতীক দেওয়ার বিরুদ্ধে করা আবেদন তিন কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতার নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রুলসহ এ আদেশ দেয়।

এর আগে প্রাথমিক শুনানির পর আদালত রিট আবেদনকারীদের নির্বাচন কমিশনে আবেদন করতে বললে জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বাতিলে পদক্ষেপ নিতে সোমবার নির্বাচন কমিশনে আবেদন করেন রিট আবেদনকারীরা।

হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়টি উল্লেখ করে রিটকারীদের আবেদনে বলা হয়েছে, 'ইদানিং বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৫ জন প্রার্থী তাদের রাজনৈতিক পরিচয় গোপন রেখে অন্য কোনো রাজনৈতিক দলের প্রতীক বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে নমিনেশন পেপার জমা দেন, যা অত্র ইলেকশন কমিশন কৃর্তৃক গৃহীত হয় এবং তাদেরকে বৈধ প্রর্থী হিসেবে নির্বাচন করার সুযোগ প্রদান করা হয়েছে, যা আইনগত বৈধ নয়।'

উল্লেখ্য, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল রেজাউল হক চাঁদপুরী জামায়াতের ২২ নেতাকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে সুযোগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। রিটে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, জামায়াতের কেন্দ্রীয় আমীর, সেক্রেটারি জেনারেলসহ ২২ প্রার্থীকে বিবাদী করা হয়।

Bootstrap Image Preview