Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৩ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৩ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুনসহ বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে বগুড়া-৫ আসন গঠিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক শাহীন আলম নৌকা প্রতীকের প্রচার কাজ শেষে একই মোটসাইকেলযোগে কুমিরিয়াডাঙ্গা গ্রামে বাড়িতে ফিরছিল।

পথিমধ্যে ধুনট সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের রাস্তায় পৌছলে বিএনপির নেতাকর্মীরা ককটেল হামলা চালিয়ে শাহীন ও রেজাউলের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত রেজাউল ও শাহীন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রেজাউল ইসলাম উপজেলার কুমিরিয়াডাঙ্গা গ্রামের আজিবর রহমানের ছেলে এবং শাহীন আলম একই গ্রামের হবিবর রহমানের ছেলে।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে।

ওই মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলী মুদ্দিন হারুন মন্ডল, সাধারণ সম্পাদক মোখফিজুর বাচ্চু ও গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হাসান মকুলসহ ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৪০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

Bootstrap Image Preview