Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে বৃষ্টিতে স্থবির জনজীবন

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:২৫ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:২৫ PM

bdmorning Image Preview


ভারতের আন্দামান সাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে সারা দেশে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর সঙ্গে এসেছে শীতের হিমেল হাওয়া।

এদিকে লালমনিরহাটে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাস্তায় চলাফেরা করতে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। 

আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বৃষ্টি চলে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখা নেই সুর্যের। বৃষ্টির কারণে শহরে সীমিত হয়েছে রিকশা ও ইজিবাইক চলাচল। সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। কাজকর্ম না পেয়ে চায়ের দোকানে অলস সময় পার করছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। বৃষ্টির পানিতে কাদায় একাকার হয়ে যান চলাচল ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ছাড়া রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে।

ইজি বাইক চালক আশরাফুল ইসলাম বলেন, দিনভর বৃষ্টির ফলে লোকজন না থাকায় তেমন রোজগার করতে পারছি না। 

অপরদিকে সাগর উত্তাল থাকায় ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে দেশের সমুদ্রবন্দরগুলোকে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ফেথাইয়ের বাংলাদেশের দিকে আসার কোনো সম্ভাবনা নেই। গতকাল বিকেলে প্রবল ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। পরে ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে এ ঝড় ধীরে ধীরে ভারতের অল্প্রব্দ উপকূলের দিকে যায়।

Bootstrap Image Preview