Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন 

সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৫০ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৫০ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে আজ থেকে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

এরই মধ্যে মঙ্গলবার সকাল থেকেই বিজিবির সদস্য প্রতিটি নির্বাচনী এলাকার উপজেলা সদরে পৌঁছে গেছেন।

২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বললেন, প্রতিটি প্লাটুনে ২০ থেকে ২৫ জন করে বিজিবির সদস্য রয়েছে।

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজকের মধ্যেই জেলার সব কয়টি নির্বাচনী এলাকায়  প্রাথমিক পর্যায়ে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।’ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকার তাহিরপুর উপজেলা সদরে ২ প্লাটুন বিজিবির সদস্য সকালেই পৌছেন। এছাড়া জেলার ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর, দিরাই, শাল্লা, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, সদর , বিশ্বম্ভরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা সদরেও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।

Bootstrap Image Preview