Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবির ৬৪ ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০২:৫০ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০২:৫০ PM

bdmorning Image Preview


আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশের ন্যায় এবার পাঁচবিবি উপজেলার ৮ ইউনিয়ন ও পৌরসভা নিয়ে সর্বমোট ৬৪ ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারে উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ৭৯ হাজার ৫৯৬ জন।

অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান, উপজেলা নির্বাচন অফিসার সহিদুল ইসলাম।

তিনি আরো বলেন, ভোটের দিন ভোটাররা যেন ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে আমরা সবরকম পদক্ষেপ নিয়েছি।

এদিকে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে সকল ভোটারদের ভোট দিতে আসার জন্য আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল আলম বলেন, ভোটাররা যাতে কোন রকম ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারে সেই লক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাঠে নেমেছে। তারা ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করবে পাশাপশি উপজেলার সকল সড়ক দিয়ে টহল দিবে যাতে করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। ২২তারিখ থেকে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এদিকে পুলিশকেও চিঠি দিয়েছি তারাও মাঠে থাকবে। 

 

Bootstrap Image Preview