Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এএসপি মিজান হত্যা: ২১ জানুয়ারি প্রতিবেদন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০২:১৫ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০২:১৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


হাইওয়ে রেঞ্জের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২১ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু, এদিন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) ইন্সপেক্টর সিরাজুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে পারেননি।

এজন্য ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়া প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ঠিক করেন।

উল্লেখ্য, গত বছরের ২১ জুন রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধের পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের লাশ উদ্ধার করা হয়।

ওইদিন রাতেই নিহতের ছোট ভাই মাসুম তালুকদার রূপনগর থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়।

মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) তদন্ত করছে। এ মামলায় শাহ আলম নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Bootstrap Image Preview