Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের সম্পদ লুট করার রাজনীতি করে জামাত-বিএনপি: পাপন

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:৫৬ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:৫৬ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মানুষ হত্যা ও দেশের সম্পদ লুট করার রাজনীতি করে জামাত-বিএনপি। কিন্তু এ ধরণের রাজনীতি আওয়ামী লীগ করেন না।

আজ সোমবার বিকেল ৫ টায় সাদেকপুর খেলার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি তার বক্তব্যে আরো বলেন, যারা কখনো দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। তারা কিভাবে দেশের স্বাধীনতার রক্ষার দায়িত্ব নেবে।  স্বাধীনতা বিরোধীদের জনগণের কাছে ভোট চাওয়ার কোন অধিকার নেই।  তাই যারা পাকিস্তানিদের দোসর হিসাবে কাজ করে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না। তাই সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী ফজলুল হক  এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে সভায়  বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো.সায়দুল্লাহ মিয়া, সিনিয়র সহ সভাপতি হাজী সিরাজ উদ্দিন, সহ সভাপতি জাকির হোসেন কাজল, সহ সভাপতি হাজী আব্দুল লতিফ মাস্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রদীপ,   ইউপি চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আনোয়ার পারভেজ হারুন , যুবলীগ নেতা মাসুদ ভুইঁয়া,ছাত্রলীগ নেতা আলমগীর কবীর প্রমূখ।  

Bootstrap Image Preview