Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার অঙ্গীকার বিএনপির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:৫৩ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:৫৩ PM

bdmorning Image Preview


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে বলেছেন, পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকবে না।

মঙ্গলবার রাজধানীর গুলশানে লেকসোর হোটেলে সকাল সাড়ে ১১ টায় ইশতেহার পাঠ করা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে। বিধান করা হবে একাধারে পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকবে না।

ফখরুল বলেন, বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেয়া হবে।একদলীয় শাসন পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিশ্চিত করা হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচলের সময় যেন সাধারণ মানুষের কোন ভোগান্তি না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিহিংসার পরিবর্তে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করা হবে।

ইশতেহারে মির্জা ফখরুল বলেন, প্রতিহিংসার পরিবর্তে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করা হবে। সংবিধান অনুযায়ী ন্যায় পাল নিয়োগ করা হবে। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোনো বয়স সীমা থাকবে না। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে। দেশের উন্নয়নের দায়িত্ব থাকবে স্থানীয় সরকারের হাতে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সুকোমল বড়ূয়া, গোলাম আকবর খন্দকার,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদ, সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।

Bootstrap Image Preview