Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহিপুর বন্দরে ট্রলার থেকে গাঁজাসহ দুই জেলে আটক

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:১৪ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:১৪ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরে এফবি আল্লারদান ট্রলার থেকে ৪'শ গ্রাম গাঁজাসহ সোহেল মাঝি (৩৫) ও হাবিবুর রহমান (২৪) নামক দুই জেলেকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।

সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় মৎস্য বন্দরের ফরেষ্ট ক্যাম্প সংলগ্ন শিববাড়িয়া নদীতে নোঙ্গর করে রাখা ওই ট্রলারে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই ২ জেলেকে আটক করে।

আটককৃত দুই জেলে মহিপুর সদর ইউনিয়নের নজীবপুর ও সুধীরপুর গ্রামের বাসিন্দা। ট্রলার থেকে গাঁজা উদ্ধার করলেও পুলিশ ট্রলারসহ মাঝি হারুন এবং অপর মাঝি মাল্লাদের ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। 

জনসম্মুখে মাছ ধরা ট্রলার থেকে গাঁজা উদ্ধার করা হলেও পুলিশ বলছে, গাঁজাসহ দুই জেলেকে ফরেষ্ট ক্যাম্প সড়ক থেকে আটক করা হয়েছে।  

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, তাদের সামনেই আল্লার দান ট্রলার থেকে গাঁজা উদ্ধার করেছে। পুলিশের এমন রহস্যজনক আচরণ স্থানীয়দের হতবাক হয়ে গেছেন।

স্থানীয়রা জানায়, মৎস্যবন্দর আলীপুর-মহিপুর মাদক কারবারীদের নিরাপদ রুট হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে। গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক আমদানী করা হচ্ছে মাছ ধরা ট্রলারে। সমুদ্রপথে টেকনাফ, কুতুবদিয়া, কক্সবাজার, চট্রগ্রাম, খুলনাসহ সমুদ্র উপকুলের বিভিন্ন স্থান থেকে মৎস্যবন্দর আলীপুর-মহিপুর এসব মাদক আনা হচ্ছে। এখান থেকে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

এর আগেও কয়েকবার পুলিশ ও র‌্যাব ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। এসব মাদক ট্রলারযোগে আনা হলেও রহস্যজনক কারণে ট্রলার ও ট্রলার মালিকদের আটক করা হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে। যার কারণে ট্রলারযোগে মাদক পরিবহন এখনও বন্ধ করা যায়নি।

ট্রলার থেকে গাজা উদ্ধারের কথা অস্বীকার করে মহিপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহেল মাঝিকে ১৫০ গ্রাম এবং হাবিবুর রহমানকে ২৫০ গ্রাম গাঁজাসহ ফরেষ্ট ক্যাম্প এলাকা থেকে আটক করা হয়েছে। 

ট্রলারটি কেন জব্দ করা হয়নি, এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ সাইদুল ইসলাম প্রথমে বলেন, এ প্রশ্নের জবাব আমি এসপি সাহেবকে দিব। আপনি এমন প্রশ্ন করার কে?

পরে তিনি বলেন, জেলেদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। যার জন্য ট্রলার জব্দ করা হয়নি। 
 

Bootstrap Image Preview