Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীর ইস্যুতে গণভোট চান ইমরান খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:২৫ AM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:২৫ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে সেনা-জঙ্গি সংঘর্ষ ৭ কাশ্মীরির ও ৩ জঙ্গি নিহত হয়। এরপরই পাক সরকারের পক্ষ থেকে টুইটে এ প্রতিক্রিয়া কাশ্মীর ইস্যুতে গণভোট চাওয়ার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

পুলওয়ামার ঘটনার পরিপ্রেক্ষিতে ইমরান খানের ছবি সহ লেখা হয়েছে- ‘ভারত অধিকৃত কাশ্মীরে ভারতীয় নিরাপত্তারক্ষীদের দ্বারা নিরীহ কাশ্মীরিদের হত্যার আমি কঠোর সমালোচনা করছি। হিংসা ছড়িয়ে নয় আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব৷ কাশ্মীরে ভারতের পক্ষ থেকে করা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আমরা জাতিসংঘের কাছে নিয়ে যাবো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে দেওয়া কাশ্মীর গণভোটের প্রতিশ্রুতি পূরণের দাবি করব।’’

সাত কাশ্মীরির মৃত্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যটিতে। ঘটনার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। 

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য কাশ্মীরের জনগণকেই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেওয়া করতে উচিৎ।

Bootstrap Image Preview