Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির সুজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৭:২৭ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৭:২৭ PM

bdmorning Image Preview


মাগুরা প্রতিনিধি মাগুরা- ১ আসনে মহাজোট প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন একই জোটের অপর প্রার্থী জাতীয় পার্টির অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জাতীয় পার্টির আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেয়া হয়। 

মাগুরা জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রতন কুমার মিত্রের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসেন খান, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, মহাজোটের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ, জেপি (মঞ্জু) জেলা শাখার সাধারণ সম্পাদক ফতেহ আলি টিপু প্রমুখ।

এ আসনের নৌকা মার্কার প্রার্থী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের উপস্থিতিতে জাতীয় পার্টি প্রার্থী অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা লাঙ্গল মার্কার কর্মী সমর্থকদের নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে জনসংযোগ চালানোর পাশাপাশি ভোট প্রদানের আহ্বান জানান।

মাগুরা- ১ আসনের প্রতিদ্বন্দ্বী মোট ৮ প্রার্থীর মধ্যে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা অন্যতম। এ আসনের প্রতিদ্বন্দ্বী অন্যরা হচ্ছেন, বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান, জেএসডি (রব) এর এমএ আওয়াল, ইসলামী আন্দোলনের মোহাম্মদ নাজিরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম, বিএনএফের মুহতাসিম বিল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী কাজী রেজাউল ইসলাম।

Bootstrap Image Preview