Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিট দেখে চালকের ব্রেক, বাস উল্টে মা-মেয়ের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৭:১৩ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৭:১৩ PM

bdmorning Image Preview


ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে একটি যাত্রীবাহী বাস উল্টে মা ও পাঁচ বছর বয়সী মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ যাত্রী। 

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি মহাসড়কের বিপিএটিসির সামনে পৌঁছলে বিট দেখে ব্রেক করায় মহাসড়কের ওপর উল্টে যায়। এসময় ওই বাসের একজন মহিলা যাত্রী ও তার মেয়ে শিশু বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছে, আরও অন্তত ১০ যাত্রী। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ট্রাফিক পুলিশের একটি রেকার ঘটনাস্থল থেকে বাসটির নিচ থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে।

সাভার মডেল থানার এসআই দীপঙ্কর বলেন, বাসের নিচে চাপা পড়া মা ও মেয়ের পরিচয় পাওয়া যায়নি। বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।  

Bootstrap Image Preview