Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বৃষ্টি চলবে আরও তিনদিন, এরপরই আসবে শৈত্যপ্রবাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৯ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৯ PM

bdmorning Image Preview


ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড় 'ফেতার' প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।

সোমবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি একথা জানান।

তিনি বলেন, ২০ ডিসেম্বর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে। এছাড়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশে এ ঘূর্ণিঝড়ের আঘাত আনার কোনো আশঙ্কা নাই। ঘূর্ণিঝড়ের জন্য আমরা সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছি। এছাড়া ছোট ছোট মাছ ধরার টলার, নৌকাগুলোকে সমুদ্রে যেতে বারণ করেছি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মাঝে কোথাও হালকা বৃষ্টিও হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দিতে বলেছেন, আবহাওয়া অধিদফতর।সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।  

Bootstrap Image Preview