Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকালের মধ্যে বিদ্রোহীরা সরে না দাঁড়ালে ব্যবস্থা: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৩:১৮ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৩:১৮ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা আগামীকাল মঙ্গলবারের মধ্যে সরে না দাঁড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আমরা আজ সোমবার পর্যন্ত অপেক্ষা করবো। দলের বিদ্রোহী প্রার্থীরা আগামীকালের মধ্যে সরে না দাঁড়ালে দলের বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় কাঁচপুর ও মেঘনায় দ্বিতীয় মেঘনা চার লেনের সেতুর কাজ পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের একথা বলেন।

প্রার্থিতা প্রত্যাহারের তো সুযোগ নেই, কিভাবে বিদ্রোহীরা সরে দাঁড়াবে-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখন তো আর মনোনয়ন প্রত্যাহারের সুযোগ নেই। প্রেস কনফারেন্স করে দলীয় প্রার্থীকে সমর্থন দিতে হবে বিদ্রোহীদের।

নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে (ইসি)ব্যবস্থা নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ যারা বিঘ্নিত করছে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে পার নির্বাচন কমিশন। আমি ইসিকে সেই আহ্বানই জানাই।

বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কম হওয়ার জন্য দলীয় কৌশলকেই ক্রেডিট দিয়েছেন ওবায়দুল কাদের। বলেন, আওয়ামী লীগের ইতিহাসে এবার বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেক কম হয়েছে কৌশলী নেতৃত্বের কারণে।

একই আসনে আওয়ামী লীগ ও মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থিতা ভোটের রাজনীতিতে কোনো সমস্যা সৃষ্টি করবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, কোনো কোনো আসনে আমরা কৌশলগত কারণে নৌকা-লাঙ্গলের প্রার্থী দিয়েছি, আমাদের নেত্রী তা গ্রহণ করেছেন। এতে ভোটের মাঠে আমাদের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই।

সারাদেশে নৌকার জোয়ার বসছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার যে উন্নয়ন করেছে তা দেখে দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তারা শেখ হাসিনার নৌকায় ভোট দেবে।

এসময় সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী মজিবুল হক, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর প্রমুখ।

Bootstrap Image Preview