Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বায়তুল মুকাদ্দাসকে রাজধানী স্বীকৃতিতে অস্ট্র্রেলিয়ার সিদ্ধান্তের প্রতি বাহরাইনের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০১ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০১ PM

bdmorning Image Preview


শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার  এমন সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে আরব দেশ বাহরাইন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আলে-খলিফা বলেছেন, ভবিষ্যতে পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর এই সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলবে না।মে মাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেব স্বীকৃতি দেয়ার পর বিশ্বের হাতেগোণা যে কয়টি দেশ ওই পদক্ষেপ অনুসরণ করেছে অস্ট্রেলিয়া তাদের অন্যতম।

অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তের সমালোচনা করেছে আরব লীগ। সংস্থাটি বলেছে, ইসরাইলের দখলদারিত্বের নীতির প্রতি অন্ধভাবে সমর্থন দেয়া ছাড়া এটা আর কিছু নয়। কিন্তু বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আরব লীগের এ বক্তব্যের সঙ্গে একমত নন। তিনি বলছেন, অস্ট্রেলিয়ার অবস্থান ফিলিস্তিনের ন্যায্য দাবির ওপর কোনো প্রভাব ফেলবে না।  তিনি যুক্তি দেখান, পূর্ব বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনের রাজধানী থাকবে এবং আরব শান্তি পরিকল্পনার সঙ্গে অস্ট্রেলিয়ার পদক্ষেপ সাংঘর্ষিক নয়।

Bootstrap Image Preview