Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বর্ণাঢ্য আয়োজনে শাবিতে মহান বিজয় দিবস পালিত

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:২২ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:২২ PM

bdmorning Image Preview


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বর্ণিলভাবে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ভোর থেকে পতাকা ও ফুল হাতে শহীদ মিনারে জড়ো হয়েছে হাজারো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দিবসটি উদযাপন উপলক্ষে  রবিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী বিজয় দিবসের কর্মসূচি শুরু করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

এদিকে উপাচার্য সকাল ৭টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এবং সকাল সাড়ে ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন বিভাগসমূহ, বিভিন্ন হল প্রশাসন, শাবি প্রেসক্লাব, ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করে। এরপর সকাল ৯ টায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

পরে সকাল সাড়ে ১০টায় মহান বিজয় দিবস উদযাপন কমিটি’১৮ এর উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বিজয় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যােলয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিজয় দিবস উদযাপন কমিটি’১৮ এর আহ্বায়ক অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

এছাড়া  কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যােলয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিকাল ৩টায় বিশ্ববিদ্যােলয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে প্রশাসনের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

Bootstrap Image Preview