Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পলকের হ্যাটট্রিক নাকি ধানের শীষের পুনরুদ্ধার?

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৫ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৫ PM

bdmorning Image Preview


নাটোর-৩ সিংড়া আসনে আওয়ামী লীগের প্রার্থী ও আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলকের হ্যাটট্রিক জয় না ধানের শীষের পুনরুদ্ধার এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

দুই দলের হেভিওয়েট দুই তরুণ প্রার্থী সমানতালে নির্বাচনী প্রচারণায় সরব রয়েছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত যাচ্ছেন এলাকার মানুষের ঘরে ঘরে।

টানা ১০ বছরের উন্নয়ন ও অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ভোটারদের সহযোগিতা চাইলেন আওয়ামী লীগ প্রার্থী ও আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলকসহ দলের সর্বস্তরের নেতাকর্মী।

অন্যদিকে, পরিবর্তনের আভাস দিয়ে ধানের শীষে ভোট চাইছেন সিংড়া বিএনপির দুঃসময়ের কাণ্ডারি হিসেবে পরিচিত দাউদার মাহমুদ। ২০০৮ সালে বিএনপির কাজী গোলাম মোর্শেদকে হারিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হোন তরুণ প্রার্থী জুনাইদ আহমেদ পলক। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে না আসায় ওয়ার্কার্স পার্টির মিজানকে হারিয়ে আবারও এমপি নির্বাচিত হোন পলক।

এ দিকে ১৯৯১ সালে এ আসনে এমপি নির্বাচিত হন জামায়াতে ইসলামীর আবু বক্কর। তিনি মারা যাবার পর উপ-নির্বাচনে এমপি হন বিএনপির গোলাম মোর্শেদ।

১৯৯৬ ও ২০০১ সালেও এমপি নির্বাচিত হোন গোলাম মোর্শেদ। এ জন্য এ আসন পুনরুদ্ধারে একাট্টা বিএনপি-জামায়াত। হ্যাটট্রিক জয় পেতে পলক যেমন ভোটারদের ঘরে ঘরে ছুটছে তেমনি আসনটি পুনরুদ্ধার করতেও ভোটারদের ঘরে ঘরে ছুটছে দাউদার মাহমুদও।

Bootstrap Image Preview