Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযোদ্ধারা নৌকার জন্য ভোট চাইবেন: চুমকি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৫২ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৫২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বর্তমান সরকার এ দেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে যে সম্মান দিয়েছেন, সে হিসেবে আমার বিশ্বাস আ.লীগের জন্য মুক্তিযোদ্ধাদের কাছে ভোট চাইতে হবে না। বরং মুক্তিযোদ্ধারাই আ.লীগের জন্য, শেখ হাসিনার নৌকার জন্য মানুষের কাছে ভোট চাইবেন।

রবিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ডাকসুর সাবেক জিএস ও ভিপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান।

আখতারুজ্জামান বলেন, দ্বিধা-বিভক্ত আ.লীগের নেতৃত্ব দিতে চাই না। কিন্তু ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতা হতে চাই। আবার সেই ঐক্যবদ্ধ দলের নেতা হতে না পারলে কর্মী হতেও আপত্তি নেই। ৪৮ বছর বয়সী বাংলাদেশের সাড়ে ১৮ বছর দেশ পরিচালনা করেছে আ.লীগ সরকার। বাকী বছরগুলোতে স্বৈরাচার ও স্বাধীনতার বিপক্ষের শক্তি রাজত্ব করেছে। তারা দেশকে যতটুকু পিছিয়ে রেখে গেছে। শেখ হাসিনার সরকার তা ক্ষতি পূরনের চেষ্ঠা করে গেছে সব সময়। বঙ্গবন্ধু কন্যা বিজয়ী হলে দেশ ও দশের উভয়ের মঙ্গল হবে।

এ সময় তিনি গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত দলীয় প্রার্থী মেহের আফরোজ চুমকির জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এবং শেখ হাসিনাকে পূনরায় সরকার গঠন করতে সহযোগীতা করতে অনুরোধ জানান তিনি।

উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদাৎ হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, ইঞ্জিনিয়ার মনির উদ্দিন আহমেদ, আ.লীগ নেতা আব্দুল গণি ভূইয়া প্রমুখ।

এ সময় জেলা, উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বিজয় মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Bootstrap Image Preview