Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘পুলিশের ফাঁকা গুলিতে আহত হতে পারেন বিএনপি প্রার্থী’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৫:১১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৫:১১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিনা উসকানিতে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের মিছিলে হামলা চালালে তা প্রতিহত করতে গিয়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে এতে আহত হতে পারেন নোয়াখালী-১ আসনের বিএনপি প্রার্থী মাহাবুব উদ্দিন খোকন।

আজ রবিবার কুষ্টিয়ায় বিজয় দিবসে শহীদদের শ্রব্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নোয়াখালীতে এটা দুঃখজনক। তবে যেটুকু আমরা জানতে পেরেছি, আওয়ামী লীগের একটা মিছিল যাচ্ছিলো তার ওপর হামলা হয়। এই হামলার মাঝখানে দাঁড়িয়ে এটাকে প্রতিহত করতে গিয়ে দুইপক্ষ যখন খুব মারমুখী অবস্থানে ছিল তখন পুলিশ এটাকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল এবং ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করেছিল। এই রাবার বুলেট হয়তো দুই একজনের গায়ে লাগতে পারে।’

গতকাল শনিবার নোয়াখালীর সোনাইমুড়ি বাজারে নির্বাচনী গণসংযোগের সময় পুলিশের গুলিতে আহত হন নোয়াখালী-১ (চটাখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

এ ছাড়া উপজেলা বিএনপির নেতা ইকবাল হোসেন রুবেল, মো. সোহেল ‍উপজেলা যুবদলের নেতা আলাউদ্দীনও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় প্রায় ৩০ জন বিএনপির নেতাকর্মী আহত হন। মাহবুব উদ্দিন খোকনসহ গুলিবিদ্ধদের নোয়াখালী জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়|

Bootstrap Image Preview