Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:০৭ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:০৭ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস  উদযাপন করা হয়েছে। আজ রবিবার সকাল ৬টায় শ্রীপুর থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়।  

এরপর সকাল ৭টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে “স্মৃমিসৌধ-৭১” এ পুষ্পস্তবক অর্পণ করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল, শেখ ফরিদা জাহান স্বপ্না, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ জোহরা, মিজানুর রহমান খান মহিলা ডিগ্রী কলেজ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, সাধারন সম্পাদক মোতাহার হোসেন খানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ প্রাঙ্গনে বধ্যভূমিতে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় শ্রীপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সিরাজুল হক, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম। বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধানসহ মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতি নেতৃবৃন্দ, সাংবাদিক।

বেলা ১২টায় শ্রীপুর শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ মিলনায়তনে অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের সভাপতিত্বে ও অধ্যাপক সেলিম মোল্লার সঞ্চালনায় অলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম এম এ। বক্তব্য রাখেন অধ্যাপক হাবিবুর রহমান মৃধা, শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।    

Bootstrap Image Preview