Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌকায় ভোট চাইলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৭:১৭ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৭:২৪ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে নৌকা প্রতীকের পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহমদ।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর উপজেলার জাতীয় পার্টির কার্যালয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন সবুজের সাথে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি।

মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ গাজীপুর-৩ (শ্রীপুর-পিরুজালী-ভাওয়ালগড়-মির্জাপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহমদ। মুহাম্মদ আলমগীর হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শ্রীপুর পৌর জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান মন্ডল, জাতীয় পার্টির নেতা মাহবুব আলম প্রমুখ।

গাজীপুর-৩ (শ্রীপুর-পিরুজালী-ভাওয়ালগড়-মির্জাপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ তার বক্তব্যে বলেন, আমি শুনেছি শ্রীপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে জনৈক প্রার্থী এবং তার লোকজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের লোকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তির চেষ্টা করেছেন। বঙ্গবন্ধুর একজন ক্ষুদ্রতম কর্মী হিসেবে এমন আচরণ মেনে নেয়া যায় না ।

শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহমদ তার দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ মহাজোটের মনোনীত প্রার্থী। সকলে মহাজোটের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে তৃণমূলে কাজ করতে হবে।

Bootstrap Image Preview