Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কে হচ্ছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ?

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৭:০৩ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৭:০৭ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থী ও প্রতিকের পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছে তাদের নেতাকর্মী ও সমর্থকরা। ভোটের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই জমছে ভোটের মাঠ। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। পাড়া মহল্লায় চায়ের স্টলে, হাট-বাজারে বাজছে ভোটের বাজনা। ছেয়ে গেছে পোস্টারে পোস্টোরে। চলছে মাইকে প্রচারণাও। নানান গানে, নানান তালে ভোটারদের মন জয় করার চেষ্টা চলছে।

এদিকে নির্বাচন ঘনিয়ে আসায় আওয়ামী লীগ ও বিএনপি নিজ নিজ দলের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা দ্বন্দ্ব-বিভেদ ভুলে এক সঙ্গে মিলিত হতে শুরু করেছে জোরেসোরে। এতে ভোটের মাঠ আরো বেশি জমতে শুরু করেছে। সকল বিভেদ ভুলে একসঙ্গে ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে নিজ নিজ দলের প্রার্থীর লিফলেট বিতরণ করছে। গ্রামে গ্রামে চলছে বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল। সব মিলিয়ে এ যেন উৎসবের আমেজ। 

তবে এরই মধ্যে জনগণের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন নওগাঁ-৩ আসনের সাংসদ? আওয়ামী লীগের ছলিম উদ্দীর তরফদার সেলিম না বিএনপির পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।

জানা গেছে, এটি বিএনপির ঘাঁটি হলেও বর্তমান আওয়ামী লীগের দখলে রয়েছে। ১৯৯১ সাল থেকে সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নু পর চার বার বিএনপি থেকে সংসদ সদস্য ও ২০০১ সালে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নির্বাচিত হয়। ২০০৮ এর নির্বাচনে প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুকে বিপুল ভোটে পরাজিত করে আসনটিতে বিজয়ের পতাকা উড়ায় আওয়ামী লীগ প্রার্থী ড. আকরাম হোসেন চৌধুরী। তবে ২০১৪ এর নির্বাচনে নির্বাচিত হয় একজন স্বতন্ত্র প্রার্থী। ড. আকরাম হোসেন চৌধুরী সংসদ সদস্য থাকাকালীন রাজনৈতিক কর্মকান্ডে দুই উপজেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক অসন্তোষ ও মতভেদ সৃষ্টি হয়।

ফলে তৃণমূল নেতাকর্মীরা ২০১৪ এর নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিকল্প প্রার্থী দেখতে চায়। মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছলিম উদ্দীন তরফদার সেলিম ড. আকরাম হোসেন চৌধুরীকে ৩০ হাজার ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন বছর পর গত বছরের ৭ মে ছলিম উদ্দীন তরফদার সেলিমকে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হিসেবে স্বীকৃতি দেয়।

গত ১০ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নওগাঁ-৩ আসনে ছয়জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার। এরপর থেকেই বিভিন্ন চায়ের দোকান, হাট-বাজার ও তৃণমূল জনগণের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে এ আসনে কোন দল বিজয়ী হবে? আওয়ামী লীগ না বিএনপি। নওগাঁ-৩ আসনে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছলিম উদ্দীন তরফদার সেলিম (নৌকা), সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি (ধানের শীষ), জাতীয় পার্টি’র এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন (লাঙ্গল), বাসদ’র জয়নাল আবেদিন মুকুল (মই) ইসলামী আন্দোলন বাংলাদেশে’র সেকেন্দার আলী (হাতপাখা) ও বিএনএফ’র জাবেদ আলী (টেলিভিশন) দলীয় মার্কা নিয়ে নির্বাচন করছেন।

তবে এদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আওয়ামী লীগ প্রার্থী ছলিম উদ্দীন তরফদার সেলিম ও বিএনপি প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।

উল্লেখ্য, মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে নওগাঁ-৩ আসন গঠিত। এটি জাতীয় সংসদের ৪৮ নম্বর নির্বাচনী এলাকা। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৩৮ জন। এরমধ্যে মহাদেবপুর উপজেলায় ২ লাখ ২২ হাজার ৫’শ ১২ জন এবং বদলগাছী উপজেলায় ১ লাখ ৫৭ হাজার ৫’শ ২৬ জন।

Bootstrap Image Preview