Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে বহিষ্কার হলেন আওয়ামী লীগ নেত্রী শিউলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৬ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণার অভিযোগে আওয়ামী লীগের এ নেত্রীকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ এবং সংগঠনের আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলীকে সাময়িকভাবে বহিস্কার ও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

গঠনতন্ত্রের ৪৬(ক) অনুচ্ছেদ অনুযায়ী মতি শিউলীকে দল থেকে কেন চূড়ান্তভাবে বহিস্কার করা হবে না, এ বিষয়ে কারণ দর্শানো নোটিশের জবাব আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview