Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলায় বিএনপি প্রার্থীর বুকে তোফায়েল আহমেদ

শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৬ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৬ PM

bdmorning Image Preview


ভোলা সদর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার প্রতদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। এরআগে তিনি শহরের বাংলা স্কুল মোড়ের জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে নৌকার পক্ষে প্রাচার কাজ শুরু করেন।

১৫ ডিসেম্বর শনিবার সকালে তোফায়েল আহমেদ শহরের সদর রোড, কারীনাথ রায়ের বাজার, নতুন বাজার, চক বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় প্রচার কাজ শেষে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের বাসভবনে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অপরের জন্য দোয়া চেয়েছেন। এক পর্যায়ে তারা নিজের মধ্যে দলীয় প্রচারপত্র বিলি করেন।

আওয়ামী লীগ প্রার্থী, বাণিজম্যমন্ত্রী নির্বাচনী মাঠে কোন ধরনের সমস্যা হবে না বলে আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, আমরা কোন দ্বন্দ্ব-সংঘাত পছন্দ করি না। আগামী নির্বাচনে অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ড. কামাল হোসেন অনেক অবাস্তব কথা বলেন। হঠাৎ করে ক্ষেপে যান। তিনি সাংবাদিকদের খামোশ বলেছেন। তার কোনো নীতি না থাকায় মানুষ তাকে ধিক্কার দিচ্ছে।

তিনি বলেন, ড. কামাল এখন স্বাধীনতাবিরোধী এবং বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। বঙ্গবন্ধু হত্যার পর তিনি কোথায় ছিলেন, এই প্রশ্ন এখন উঠেছে। মানুষ তাকে এখন ঘৃনা করতে শুরু করেছে। তিনি যদি বিএনপিকে উদ্ধার করার চেষ্টা না করতেন, তাহলে মানুষ তাকে অসম্মান করতো না।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা যুবলীগ সম্পাদক আতিকুর রহমানসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview