Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 মন্দিরের প্রসাদ খেয়ে ১২ জনের মৃত্যু, অসুস্থ ৮২ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:০১ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:০১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতের কর্নাটকে মন্দিরের বিশেষ খাবার বা প্রসাদ খেয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ৮২ জন।

পুলিশের বরাত দিয়ে এ খবর জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। শুক্রবার (১৫ ডিসেম্বর) আক্রান্তদের মৃত্যু হয়।

রাজ্যের ছামারাজনগর জেলার মারাম্মা মন্দিরের প্রসাদে কোনো বিষ জাতীয় দ্রব্য ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা। তাদের বক্তব্য, আমরা খাবারে নমুনা সংগ্রহ করেছি এবং তা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মন্দির থেকে দেওয়া প্রসাদে কেরোসিনের গন্ধ ছিল। খাবার পেটে পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের বমি ও পেট ব্যথা শুরু হয়।

তবে মন্দির কর্তৃপক্ষ কেরোসিনের গন্ধ পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বোয়ামি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি আক্রান্তদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মৃত প্রত্যেক পরিবারের সদস্যদের পাঁচ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

পুলিশ বলছে, মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে এ প্রসাদ বিলি করা হয়। ডাক্তাররা ধারণা করছেন কীটনাশক জাতীয় কোনো বিষ খাবারে ছিল।

Bootstrap Image Preview