Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের কংগ্রেসের বিজয় মিছিলে ‘পাকিস্তানের পতাকা’!

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:১০ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:১০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীশগড়ে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) হারিয়েছে কংগ্রেস। সেই বিজয় উৎসবে রাজ্যে শুরু হয়েছে মিছিল। আর সেই বিজয় মিছিলের একটি ভিডিও ঘিরেই শুরু হয়েছে গণ্ডগোল।

ভারতীয় সংবাদমাধ্যম এবেলা’র এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজস্থানে কংগ্রেসের বিজয় মিছিলের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ওই ভিডিতে দেখা যাচ্ছে, কংগ্রেসের এই বিজয় মিছিলে দলের ত্রিবর্ণ পতাকার পাশাপাশি একদল লোক একটি সবুজ পতাকা নিয়েও হাঁটছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও শেয়ারের সময়ে অনেকেই জানিয়েছেন, এটা নাকি পাকিস্তানের জাতীয় পতাকা। তারপর থেকেই ভাইরাল হতে শুরু করে পোস্টসহ ভিডিওটি।

ওই ভিডিওটি প্রকাশের পর অনেকেই কংগ্রেসকে ‘পাকিস্তানের দালাল’ আখ্যা দিয়েছেন। তবে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই পোস্টটি মিথ্যা। ওটা পাকিস্তানের পতাকা নয়। এটি কোনো একটি বিশেষ রাজপুত গোষ্ঠীর নিজস্ব ব্যানার।

রাজস্থান পুলিশের পক্ষ থেকে টুইট করে এই ধরনের পোস্টকে গুরুত্ব না দিতে অনুরোধ করা হয়েছে।

Bootstrap Image Preview