Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটের অভিষেক ম্যাচে টাইগারদের হ্যাটট্রিক সিরিজ জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৫ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৫ PM

bdmorning Image Preview


টাইগারদের বছরের শেষ ওয়ানডে । সেই সাথে টানা হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক ওয়ানডে। সব মিলিয়ে জয়ের বৃত্তটা রাঙিয়ে শেষ হলো টাইগারদের ওয়ানডে। 

এর আগে এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ায়মে টেস্ট ও টি-টোয়েন্টির অভিষেক ম্যাচে হেরেছিলো টাইগাররা। এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে এসে নতুন অধ্যায় শুরু করলো মাশরাফিরা।  

বছরের শেষ ওয়ানডে সেই সাথে দেশের মাটিতে মাশরাফির শেষ ওয়ানডে ম্যাচ। এমনি ধারণা নিয়ে সিলেট স্টেডিয়ামের গ্যালারি ছিলো দর্শকে মুখোর। সেই সাথে টাইগারদের পারফম্যান্সও ছিলো চোখ ধাঁধানো। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নয়াভিরাম সিলেট স্টেডিয়াম সেজেছিলো যেন  রাজ কন্যা রূপে।

চলতি বছরে উইন্ডিজের বিপক্ষে টানা দুইটা ওয়ানডে সিরিজ জয় টাইগারদের ইতিহাসে এই প্রথম। ১-১ সমতায় থাকা সিরিজ নির্ধারনী এই ম্যাচে 

বাংলাদেশের এখন শীতের ঋতু। তাই দিবা রাত্রির খেলায় রাতের দিকে বোলিং করা বোলারদের জন্য একটু কষ্ট কর। কারণ ওই সময়টাতে মাঠে কুয়াশা পড়ে যার ফলে বল গ্রীপ করতে বোলারদের সমস্যা হয়। সেই কারণে ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো টস। ম্যাচ জয়ের অনেক কিছুই নির্ভর করে এই টসের উপর। তাই প্রথম দুই ম্যাচে টসে হারের পর শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিন্ধান্ত নেন ক্যাপ্টেন মাশরাফি।

ফিল্ডিংয়ের সিন্ধান্তটা যেন ঠিক ঠাক কাজে লেগে গেল । শুরু থেকেই মিরাজের জাদুকরী ঘূর্ণি বোলিংয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের চেপে ধরেন। মুহুর্তেই পাল্টিয়ে যায় খেলার দৃশ্য। ব্যাটিং বিপর্যয়ে পড়ে উইন্ডিজরা। কিন্তু থেমে ছিলো না টাইগারদের আক্রমণ। এই দিন রুবেলের পরিবর্তে খেলা সাইফউদ্দিন করলেন সৎ ব্যবহার। খেলার  ২২ ওভারের শেষের দিকে  স্যাময়েলসের উইকেট উড়িয়ে দিয়ে নিজের নামের সুবিচার করেন। এরপর তিনি আর উইকেটের দেখা না পেলেও বোলিংয়ে বেশি রান খরচ করেননি।

উইকেট পাওয়ার লড়াইয়ে থেমে ছিলেন না সাকিব ও মাশরাফিও  দুর্দান্ত বোলিং করে এই দুই ফর্মেটের ক্যাপ্টেন নিয়েছেন দুটি করে উইকেট। কিন্তু ১০ ওভার বল করে ৩৩ রান দিয়ে কোন উইকেটের দেখা পাননি কাটার বাবু মোস্তাফিজ। টাইগারদের এমন বোলিং তাণ্ডবে উইন্ডিজ যখন দিশেহারা তখন এক হোপের সেঞ্চুরিতে ১৯৮ রানে গিয়ে থেমে যায় তাদের ইনিংস।

এতো অল্প পুঁজি হলেও অনেক সতর্ক ছিলেন টাইগার ব্যাটসম্যানরা। ঠান্ডা মাথায় ব্যাটিং শুরু করেন তামিম ও লিটন দাস। দুর্দান্ত শর্ট খেলে রান আদায় করতে থাকেন তাঁরা। তাদের জুটি থেকে আসে ৪৫ রান। ২৩ রান করে বিদায় নেন লিটন দাস। এরপর ব্যাটিংয়ে আসেন সৌম্য সরকার। 

নিজের আগের জায়গায় পুনরুদ্ধার করতে পেরে যেন ব্যাটিংয়ে ঝড় তুলে দিলেন একের পর এক চার- ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের সপ্তম হাফ- সেঞ্চুরি তুলে নেন। এরপর সেঞ্চুরির কাছে গিয়েও থেমে যায় সৌম্যর ব্যাট।ব্যাট হাতে ৫ ছক্কা ও ৫ ৪ হাঁকিয়ে ৮০  রান করেন  এই বাঁ-হাতি ব্যাটসম্যান।  

অন্যদিকে ওপেনিংয়ে নামা তামিমও দায়িত্ব সহকারে ব্যাটিং করতে থাকেন ঠাণ্ডা মাথায় তিনিও ক্যারিয়ারের ৪৪ তম ফিফটি পূর্ণ করেন। সৌম্যর বিদায়ের পর মুশফিককে নিয়ে সিলেট স্টেডিয়ামের স্মরণীয় ম্যাচে ৮ উইকেটের জয় তুলে নেয়।

টাইগারদের সংক্ষিপ্ত স্কোর-
ব্যাটিংঃ লিটন দাস(২৩), সৌম্য সরকার(৮০), তামিম(৮১)*, মুশফিক(১৬)*
বোলিংঃ মিরাজ(৪), সাকিব(২), মাশরাফি(২), সাইফউদ্দিন(১)।
উইন্ডিজের সংক্ষিপ্ত স্কোরঃ চন্দরপল হেমরাজ(৯), শাই হোপ(১০৮)*, ড্যারেন ব্রাভো(১০), মারলন স্যামুয়েলস(১৯), শিমরন হেটমায়ার(০), রস্টন চেজ(৮), রোভম্যান পাওয়েল(১), কেমার রোচ (৩)   অ্যালেন(৬)ও বিষু(৫)*।

টাইগার একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ,সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, মোস্তাফিজুর রহমান,মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক)।

Bootstrap Image Preview