Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবি'তে পিঠা উৎসব রবিবার

আকরাম হোসাইন, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৫:২৯ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৭ PM

bdmorning Image Preview


অসহায় দরিদ্রদের সহযোগিতার লক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছে’র আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত  হবে।

আগামী রবিবার (১৬ ডিসেম্বর) এ পিঠা উৎসব শুরু হবে বলে জানা গেছে।

উৎসবটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-২ এর সামনে থেকে সকাল সাতটা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, উৎসবটি আয়োজনের মূল উদ্দেশ্য অসহায় দরিদ্রদের সহযোগিতা করা। এর উৎসবের দ্বারা উপার্জনকৃত অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ফেব্রয়ারি পথচলা থেকে সুবিধাবঞ্চিতদের শিক্ষা সুবিধার্থে তারা উপকরণ, পোষাক বিতরণসহ নানা স্বেচ্ছাসেবী কাজ করে আসছে সংগঠনটি।

 

Bootstrap Image Preview