Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরগুনা-২: প্রচারণায় উৎসবমুখর আ.লীগ, গ্রেফতার আতঙ্কে বিএনপি

ইমরান হোসাইন, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি  
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৮ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৮ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পরপরই ভোট যুদ্ধে নেমে পড়েছেন প্রার্থীরা। এ আসনে মোট ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন।

এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন আর জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি নেতা এ্যাড. খন্দকার মাহবুব হোসেন।

এদিকে ডিসেম্বর মাসের শীতের কুয়াশার আমেজে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা তুঙ্গে। ইতিমধ্যে বরগুনা-২ আসনের নির্বাচনী এলাকা (পাথরঘাটা-বামনা-বেতাগী) উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা দাপটের সাথে উৎসবমুখর প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন গত মঙ্গলবার বিকেলে তার নিজ এলাকায় ইউনিয়ন পর্যায়ে জনসভার অংশ হিসেবে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সৈয়দ ফজলুল হক কলেজ মাঠে নির্বাচনী জনসভার মাধ্যমে তার নির্বাচনী প্রচারনা আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এ সময় রিমন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। তবে  জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড. খন্দকার মাহবুব এখনও তার নির্বাচনী মাঠে না আসায় কোন আনুষ্ঠানিক প্রচারনা শুরু হয়নি। তবে তার পক্ষে চলছে লিফলেট ও মাইকিং প্রচারণা।

এদিকে আওয়ামী লীগ শওকত হাচানুর রহমান রিমনকে প্রার্থী করায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে বিএনপির প্রার্থী এ্যাড. খন্দকার মাহবুব হোসেনকে মনোনয়ন দেয়ায় অপর মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মণির সমার্থকদের মধ্য এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে বিএনপির দলীয় সূত্র বলছে নূরুল ইসলাম মণির অনুসারীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন খন্দকার মাহবুব হোসেন। অচিরেই একটি বৈঠক করে সব ভেদাভেদ ভূলে ধানের শীষের পক্ষে এক সাথে কাজ করবেন তারা। তবে বিএনপিসহ জোট নেতাকর্মীরা রয়েছে গ্রেফতার আতঙ্কে। 

অপরদিকে তৃতীয় প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম সরোয়ার হিরু তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। এছাড়াও মাঠে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান তিনি প্রচারনা ও গণসংযোগ করে যাচ্ছেন। পাশাপাশি এ আসনে ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ থেকে জাকির হোসেন নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত সময় পাড় করেছেন। তবে ইসলামী ঐক্যজোট থেকে বশির উদ্দিন বিশ্বাস (মিনার) মার্কার কোন প্রচারণা দেখা যায়নি।

এ আসনে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের বিষয়টি নিশ্চিত। প্রধান দু’দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে মূলত এ আসনে নৌকা ও ধানের শীষের মূল লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। 

Bootstrap Image Preview