Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩ দিনের সরকারি ছুটি, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৩:৪১ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৩:৪১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মেঘনা সেতু থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে এ ভয়াবহ যানজট। 

শুক্রবার ভোর ৩টা থেকে ১২ কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র যানজটে যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে পৌঁছায়। ভোরবেলায় গন্তব্যের উদ্দেশ্যে বাসে রওয়ানা হলেও দুপুর অবধি অর্ধেক রাস্তা অতিক্রম করতে পারেনি বেশিরভাগ যানবাহন। 

এ বিষয়ে কথা হলে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের টি আই (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন বলেন, কাঁচপুর নতুন সেতুর কাজ করার কারণে মহাসড়কটি সরু হয়ে গেছে। সেতুরুখে মাত্র একটি করে যানবাহন উঠার কারণে এ যানজট কমছে না। এছাড়া তিন দিনের সরকারি ছুটির কারণে যানবাহনের সাথে মহাসড়কে যাত্রী রয়েছে অতিরিক্ত।     

যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের  অতিরিক্ত সদস্যর কাজ করে যাচ্ছে।

Bootstrap Image Preview