Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৮ দফা নিয়ে জনগণের সামনে জাপা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০২:২২ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০২:২২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৮ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। 

আজ শুক্রবার সকাল ১০টায় জাপা চেয়ারম্যান এরশাদের বনানী অফিসে দলের পক্ষে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন জাপা চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার।

এ সময় প্রাদেশিক ব্যবস্থার প্রবর্তন, নির্বাচন পদ্ধতির সংস্কার, পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থার প্রবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা, ধর্মীয় মূল্যবোধ, সন্ত্রাস দমনের কঠোর ব্যবস্থা, জ্বালানি ও বিদ্যুতের সমাধান, পল্লী রেশনিং চালু করা, শিল্প ও অর্থনীতির অগ্রগতি সাধন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থসহ ১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে দেশের বর্তমান আট বিভাগকে আটটি প্রদেশে উন্নিত করা হবে। প্রদেশগুলোর নাম হবে উত্তরবঙ্গ প্রদেশ, বরেণ্য প্রদেশ, জাহাঙ্গীরনগর প্রদেশ, জালালাবাদ প্রদেশ, জাহানাবাদ প্রদেশ, চন্দ্রদীপ প্রদেশ, ময়নামতি প্রদেশ এবং চট্টলা প্রদেশ।’

এর আগে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমকে দলটির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় জানিয়েছিলেন, আজ দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার। 

তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনায় দলের পক্ষ থেকে ২০ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদের অনুমোদন ক্রমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে অধ্যাপক দেলোয়ার হোসেন খানকে আহ্বায়ক করে এবং প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপাকে সচিব করে নির্বাচন পরিচালনা সেল গঠন করা হয়েছে। ইতোমধ্যেই মনিটরিং সেল কাজ শুরু করেছে।

জানা গেছে, সেলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মো. শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর শিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, মো. আরিফুর রহমান খান, আমানত হোসেন আমানত, শফিউল্লাহ শফি, মোস্তাফিজুর রহমান নাঈম, সাইফুল ইসলাম পিটু, মো. হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, গোলাম মোস্তফা, কাজী আবুল খায়ের, সুমন আশরাফ, সৈয়দ মো. ইফতেখার আহসান হাসান, মো. মিজানুর রহমান মিরু, খন্দকার দেলোয়ার জালালী প্রমুখ।

Bootstrap Image Preview