Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণা করল ভারতের বিধানসভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০২:০৯ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০২:০৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতের উত্তরাখণ্ডে গরুকে ‘রাষ্ট্রমাতা’ করার দাবি উঠেছিল। দাবির প্রক্ষিতে গরুকেই ‘রাষ্ট্রমাতা’ করার প্রস্তাব পাশ করেছে হিমাচল প্রদেশের বিধানসভা।

বৃহস্পতিবার বিজেপির সমর্থন নিয়ে এই প্রস্তাব বিধানসভাকক্ষে পেশ করেন এক কংগ্রেস বিধায়ক। এই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠাবে হিমাচলপ্রদেশ বিধানসভা।

কংগ্রেস বিধায়ক অনিরুদ্ধ সিং বলেন, 'কোনও ধর্ম-বর্ণ-জাতির গণ্ডীর মধ্যে গরু পড়ে না। মানবজাতির প্রতি তার একটা বিশাল অবদান রয়েছে। উত্তরাখণ্ড ইতিমধ্যেই এই পদক্ষেপ করেছে। যখন দুধ দেয় না, তখন তার কোনও জায়গা হয় না। তাই এই পদক্ষেপ অবিলম্বে করা দরকার।'

এছাড়া গরুর প্রতি যেন কোন ধরণের অন্যায় অত্যাচার করা না হয় তারও আহ্বান জানান এই কংগ্রেস বিধায়ক।

রাজ্যের পশুখাদ্য মন্ত্রী বীরেন্দ্র কানওয়ার জানিয়েছেন, জয়রাম ঠাকুরের সরকার ১.৫২ কোটি টাকা ব্যয় করে গরু সংরক্ষণ কেন্দ্র তৈরি করছে। সোলান ও কাংরায় হচ্ছে এই সংরক্ষণ কেন্দ্র। শুধুমাত্র গরু সংরক্ষণের জন্য রাজ্যে পৃথক গোরু মন্ত্রকেরও দাবি করেছেন বিধায়করা।

Bootstrap Image Preview