Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের ধাক্কায় নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:২৩ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:২৫ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পাবনার ঈশ্বরদী উপজেলায় হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে দুজন হয়েছেন। এ সময় আরও ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার পাকশীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-হাকিম (১৭) বগুড়া জেলার শৈলগাড়ি গ্রামের হাফিজার রহমানের ছেলে এবং রবিউল (২০) শিবগঞ্জ উপজেলার জালাল উদ্দিনের ছেলে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করার সময় ছাদে থাকা যাত্রীদের মধ্যে ওই তিনজন আঘাতপ্রাপ্ত হয়। তারা গার্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

অন্যদিকে ভেড়ামারা প্রান্তে সাত যাত্রী আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, বিজয় দিবসের ছুটিসহ টানা তিন দিন ছুটি থাকায় চিত্রা এক্সপ্রেস ট্রেনে প্রচুর যাত্রী বাড়ির দিকে যাচ্ছিলেন। অনেকে ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে ভ্রমণ করতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েন।

এদিকে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের তিনযাত্রী গার্ডারের ধাক্কা খেয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এসময় ২ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bootstrap Image Preview