Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির 'শেষ' ম্যাচের টিকিটের জন্য ক্রিকেটপ্রেমীদের হাহাকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:১৯ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:২৪ AM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


চারদিকে নানা জল্পনা কল্পনা হচ্ছে একের পর এক গুঞ্জন। বিষয় বস্তু একটাই। আজই হতে পারে দেশের মাটিতে  ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শেষ ম্যাচ। সিলেটেই দেশীয় মিশনের সমাপ্তি টানতে পারেন বাংলাদেশ ক্রিকেটের এই কিংবদন্তি। আর সেই ম্যাচের টিকেটের জন্য শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের হাহাকার। 

শুক্রবার ছুটির দিন থাকায় ভোর থেকেই স্টেডিয়ামের বাইরে টিকিট কিনতে আসা ভক্তদের দীর্ঘ লাইন পড়ে। কিন্তু দীর্ঘসময় পরও দর্শকদের সেই আকাঙ্খার মাঝে বাঁধার দেয়াল হয়ে দাঁড়িয়েছে সোনার হরিণ টিকিট। বাড়তি মূল্য দিয়েও দর্শকরা পাচ্ছেন না টিকিট। তাই তো টিকিট কিনতে না পেরে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ফিরতে হচ্ছে টিকিট প্রত্যাশীরাদের। 

বাংলাদেশের সাথে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতে আজকের ম্যাচে সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত করেছে। ফলে দু’দলের কাছে এই ম্যচটি হয়ে ওঠেছে সিরিজ জয়ের মিশন।

এদিকে শুক্রবার আরেকটি অভিষেকের অপেক্ষায় সিলেট। টেস্ট, টি২০-র পর আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের। সাড়ে ১৮ হাজার ধারণ ক্ষমতার এই নয়নাভিরাম স্টেডিয়াম আজ পা রাখছে একদিনের ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে।

টিকিটের দর্শকরা ধরনা দিচ্ছেন বিভিন্ন স্থানে। যদিও  বুধবার রাতে এটি জানাজানি হলে দর্শকরা তীব্র শীত উপেক্ষা করে স্টেডিয়াম কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি ২০ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ১৭ মার্চ।বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। এরপর এই স্টেডিয়ামে ছয়টি টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মাত্র একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

এ বছর ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টি ২০ অভিষেক হয় বাংলাদেশের। ম্যাচে ৭৫ রানে হেরে যায় টাইগাররা।

সিলেট ভেন্যুর টেস্ট অভিষেক হয় নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি খেলে বাংলাদেশ। সিলেটের অভিষেক টি ২০ ও টেস্ট কোনোটিই জয় দিয়ে রাঙাতে পারেনি টাইগাররা।

তাই সিলেট ক্রিকেট স্টেডিয়ামে আজকের ওয়ানডে ম্যাচটি জয়ে মাশরাফি-বাহিনী শেষ করবে এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের।টিম টাইগারাও চায় শেষ ওয়ানডে জয়ের মাধ্যমে সিরিজ জয়ের ফয়সালা করতে।

বাংলাদেশ (সম্ভাব্য) : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ,সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, মোস্তাফিজুর রহমান,মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক)। 

ওয়েস্ট ইন্ডিজ (সম্ভাব্য) : চন্দ্রপল হেমরাজ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশানে থমাস।

Bootstrap Image Preview