Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবি ছাত্রলীগের বর্তমান নেতার মাথা ফাটালেন সাবেক নেতারা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৪ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৪ PM

bdmorning Image Preview


পূর্ব শত্রুতার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের বর্তমান নেতাকে মারধর করেছেন সাবেক নেতা ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ও পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রাঙ্গণে এ মারধরের ঘটনা ঘটে। দু’দফা মারধরের ঘটনায় দু’জন আহত হয়েছেন।

আহতরা হলেন- রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু ও মতিহার থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রানা।

প্রত্যক্ষদর্শী ও শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর ইসলামকে গত মঙ্গলবার নগরীরর কেডি ক্লাব এলাকায় মারধর করেন শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসান শাহরিয়ার। এ ঘটনার মীমাংসা করতে বুধবার রাতে রাজু, রানা ও হাসান পরিবহন মার্কেটে বসেন। এসময় রাজু ও হাসান বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতন্ডার একপর্যায়ে রাজু ও হাসান একে অপরকে চেয়ার দিয়ে মারতে উদ্ধত হলে রানা আটকাতে যায়। এতে রানার মাথায় চেয়ারের আঘাত লেগে মাথা ফেটে যাওয়ায়। রাজু তাকে রাবি মেডিকেল সেন্টারে চিকিৎসা করাতে নিয়ে যায়।

হাতাহাতির ঘটনায় হাসান ক্ষুদ্ধ হয়ে রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবু, মিনারুলসহ কয়েকজনকে নিয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলে গিয়ে রাজুকে বেধড়ক মারধর করেন। এতে রাজুর মাথা ফেটে যায়। পরে রাজুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত ছাত্রলীগ নেতা রাজু অভিযোগ করে বলেন, ‘আমার বড় ভাই মিজানুরকে মারধরের কারণ জানতে চেয়েছিলাম। আমাকে বিনা কারণে মারধর করা হয়েছে।’

আওয়ামী লীগ নেতা রানা বলেন, ‘উভয় পক্ষের মধ্যে দ্বন্দ মীমাংসা করতে আমি সেখানে গিয়েছিলাম।  হাতাহতি ঠেকাতে গিয়ে আমি মাথায় আঘাত পেয়েছি। পরে কেন রাজুকে মারধর করা হলো সে বিষয়ে জানা নেই।’

মাধরধরের কারণ জানতে চাইলে সাবেক সভাপতি ইলিয়াস এ  বিষয়ে কথা বলতে রাজি হননি।

Bootstrap Image Preview