Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের নতুন দিনে নতুন কৌশল চাই: আতিউর রহমান

বেরোবি প্রতিনিধি:
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:২৪ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:২৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, নতুন নতুন কৌশল প্রয়োগ করে আগামীর বাংলাদেশেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা গত এক দশকের উন্নয়ন দেখেছি। এই উন্নয়নকে চলমান রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বুধবার (১২ ডিসেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি  বিভাগের এক দশক পূর্তি উৎসবে বিশ্ববিদ্যালয়ের ১নং খেলার মাঠে আয়োজিত আলোচনায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ধর্মন্ধতার নামে সামাজিক উগ্রতা থেকে তরুণদেরকে বের হয়ে আসতে হবে। ধর্মের উদার নীতিগুলোর চর্চা বাড়াতে হবে। মাদক এবং জঙ্গিবাদকে না বলতে হবে। বাংলাদেশের মানুষ এখন অন্তভূক্তিমূলক উন্নয়নের পথে হাটছে। পৃথিবীর সবচেয়ে ৩টি গতিময় দেশের একটির নাম বাংলাদেশ। বাংলাদেশের এই উন্নয়নকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উপস্থিত শিক্ষার্থীদেরকে লক্ষ করে তিনি বলেন, আমাদের দেশে ২৪ বছরের নিচে বয়স এরকম তরুণের সংখ্যা প্রায় ২ কোটি ৩১ লক্ষ। দেশের অর্র্থনীতি পাল্টে দেয়ার জন্য এই তরুণরাই যথেষ্ট। আমি  তোমাদের হাতে কিছু যুক্তি তুলে দিলাম। আগামী ৩০ শে ডিসেম্বর তোমরা এসব যুক্তির প্রয়োগ করবে।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোর্শেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, অর্থনীতি বিভাগের শিক্ষক খন্দকার জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন হোসাইন, বেলাল উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা শেষে বিভাগের শিক্ষার্থীদের মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এর আগে 'দশক পূর্তি উৎসব-২০১৮' উপলক্ষে  সকাল ১০টায় জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও বিভাগের পতাকা উত্তোলন, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় বিভাগীয় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায়কনসার্ট পরিবেশনা করেন 'অগ্নিস্নান' শিল্পীগোষ্ঠী।

Bootstrap Image Preview