Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবিতে প্রগতিশীল শিক্ষকদের পূর্ণাঙ্গ প্যানেলে জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৯ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৯ PM

bdmorning Image Preview


ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন-২০১৯ এ জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম পূর্ণাঙ্গ প্যানেলে জয় লাভ করেছে।

বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নির্বাচনের ভোট গনণা শেষে প্রধান নির্বাচন কমিশন প্রফেসর ড. মোহাম্মাদ সোলায়মান নির্বাচনের ফল ঘোষণা করেন।

শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী ও প্রগতিশীল শিক্ষক সংঠগন শাপলা ফোরাম এর প্যানেল থেকে সভাপতি পদে সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।

একই প্যানেল থেকে সহ-সভাপতি পদে ইংরেজী বিভাগের প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এবং কোষাধ্যক্ষ পদে ইংরেজী বিভাগের প্রফেসর ড. মামুনুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. মোহাঃ মেহের আলী, প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, মোঃ মিজানুর রহমান ও জয়শ্রী সেন।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৫০ জন শিক্ষক তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।

এ দিকে শিক্ষক সমিতির নির্বাচনে বিজয়ী শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার ও জিয়া পরিষদ অভিনন্দন জানিয়েছেন। এবং প্রগতিশীল শিক্ষকরা তাৎক্ষনিকভাবে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে।

Bootstrap Image Preview