Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবি কর্মকতার হাতে শিক্ষক লাঞ্ছিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৭ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক কর্মকতার হাতে ইতিহাস বিভাগের প্রফেসর ড. এমতাজ হোসেনকে শারিরিকভাবে লাঞ্ছিত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা ডরমেটরিতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কমকর্তা মহঃ মানজারে আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ইতিহাস বিভাগের প্রফেসর ড. এমতাজ হোসেন ডরমেটরি-১ এ নিজ কক্ষে (রুম নং- ৪০৯) বিশ্রামরত ছিলেন। অভিযুক্ত মানজারে আলম একজন বহিরাগতসহ নিজ অফিসের এক কর্মচারী নুুরুজ্জামানকে সাথে নিয়ে আবাসিক এলাকার ডরমেটরিতে ড. এমতাজ হোসেনের রুমে যায়। ড. এমতাজ বাহিরে আসলে তার ওপর হামলা করে।

এ সময় ড. এমতাজ চিৎকার করলে আশে-পাশের লোকজন জড়ো হয়। এক পর্যায়ে সেখানে হাতহাতির ঘটনা ঘটে। এতে তারা পালিয়ে যাওয়ার সময় পরে গিয়ে কর্মকর্তা মানজারে আলম আহত হয়। আশে-পাশের লোকজন তাদেরকে মেডিকেলে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যায়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

বহিরাগত হলেন আলি কদর। সে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়ানের নাভদিয়া গ্রামের মৃতূ খায়বার মন্ডলেন ছেলে। এবং কর্মচারী নুুরুজ্জামান সংস্থাপন শাখায় থোক বরাদ্ধে কর্মরত আছেন।

এদিকে অভিযুক্ত সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মহঃ মানজারে আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যারয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারসহ শিক্ষক সমিতি, জিয়া পরিষদ, গ্রিন ফোরাম ও ইতিহাস বিভাগ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগীরা একটি মামলার প্রস্তুতি নিচ্ছে বলে ইবি থানার ওসি রতন শেখ নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview