Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৬:০৭ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৬:০৯ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা বাজারে সবগুলো ঔষধের দোকানে অভিযান চালিয়ে ইসলামিয়া মেডিকেল হল নামক এক ঔষধের দোকানিকে মেয়াদউর্ত্তীর্ণ ঔষধ রাখার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি অফিসার ম্যাজিস্ট্রেট বিভিষণ কান্তি দাশ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আজ বুধবার ১২ ডিসেম্বর বেলা ১টার সময় উক্ত অভিযান পরিচালনা করা হয়।  

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, ডাঃ এস এম নাহিদ উদ্দিন মেডিকেল অফিসার মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডাঃ মোঃ খাইরুল আলম উপজেলা  সাস্থ্য কর্মকর্তা। 

মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অভিযোগে মাটিরাঙ্গা ইসলামিয়া মেডিকেল হলে'র ডাঃ মোঃ আরাফাত হোসেন পিতাঃ মোঃ গোলাম সামদানিকে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

ভবিষ্যতে এসব মেয়াদউর্ত্তীর্ণ ঔষধ রাখলে ভোক্তা অধিকার আইনে সর্বোচ্চ জরিমানাসহ জেল বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন বলে জানান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি অফিসার ম্যাজিস্ট্রেট বিভিষণ কান্তি দাশ।  

Bootstrap Image Preview