Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে কাস্টমস কর্মকর্তাদের অর্ধদিবস কর্মবিরতি পালন

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০২:২৪ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০২:২৪ PM

bdmorning Image Preview


সিলেটের তামাবিল স্থলবন্দরে ৬ কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বিজিবির হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় বেনাপোল কাষ্টমস হাউসে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে বেনাপোল কাস্টমস অফিসার্স অ্যাসোসিয়েশন।

কর্মবিরতি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আজ বুধবার সকাল থেকে দু'দেশের মধ্যে বন্ধ রয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। ফলে বেনাপোল বন্দর দিয়ে মালামাল লোড আনলোড সব ধরনের পণ্য খালাশ বন্ধ রয়েছে।    

এবিষয়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৬ ডিসেম্বর বিকেলে তামাবিল চেকপোস্ট হয়ে ভারত থেকে কয়েকজন পাসপোর্ট যাত্রী বাংলাদেশে আসার সময় কাস্টমস তল্লাশির আগেই শূন্য রেখায় নিয়ম বহির্ভূতভাবে বিজিবি সদস্যরা যাত্রীদের ব্যাগ তল্লাশি করে। এতে কাস্টমস কর্মকর্তারা আপত্তি জানালে এক পর্যায়ে বিজিবি সদস্যরা হামলা চালিয়ে ৬ জন কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীদের গুরুতর আহত করেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে অভিযুক্ত বিজিবি সদস্যদের সুষ্ঠু বিচারের দাবি করা হয়েছিল ঘটনার পর থেকে কিন্তু এ পর্যন্ত বিজিবির পক্ষ থেকে কোনো সন্তোষজনক সাড়া না পাওয়ায় তারা অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে।

এদিকে সকাল থেকে বন্দর ও কাস্টমস এ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। পরবর্তীতে তারা সারা দেশে আরো বড় ধরনের কর্মসূচি পালন করবে বলে জানান। ফলে দু'দেশের বন্দর এলাকায় পড়ে আছে কোটি কোটি টাকার পণ্য বোঝাই ট্রাক। 

Bootstrap Image Preview