Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবির আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ’র নতুন কমিটি গঠন

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০২:১১ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০২:১১ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ'র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের মাহমুদকে সভাপতি ও বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নবনীতা কর্মকারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

আজ বুধবার মাভৈঃ আবৃত্তি সংসদ হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সহ সভাপতি ফয়সাল রিজভী, সাবেক সাধারণ সম্পাদক মানস দেব, সাবেক সদস্য মোশারফ লিমন, সাবেক সভাপতি গিয়াস বাবু, কাসিব মুন্না, শুভ রায়, নিখিলেশ দেবনাথ সহ সাধারণ সদস্য ও  শুভাকাঙ্ক্ষীরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি সমাজবিজ্ঞান বিভাগের  চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনামিকা কৈরী, সহ-সাধারণ সম্পাদক বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান (এফইএস) বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তাবিয়া তাসনিম আনিকা, সাংগঠনিক সম্পাদক ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক এফইএস বিভাগের একই বর্ষের শিক্ষার্থী অংকিতা দাশ গুপ্তা, কোষাধ্যক্ষ লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া তুজ জামিলা, সহ-কোষাধ্যক্ষ আইপিই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী  মারুফ উল আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ব্যবসায় প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তাজ উদ্দীন শামসুল, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আইপিই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী  দীপংকর দাশ বৃন্ত, প্রচার সম্পাদক ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজর্ষি ভট্টাচার্য্য, সহ-প্রচার সম্পাদক সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজিদুল ইসলাম সিজন ও দপ্তর সম্পাদক লোকপ্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রায়হানা ইসলাম।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অলোক দেবনাথ সাগর, সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী  অনন্যা দাস সৃষ্টি ও একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খন্দকার।

জ্যেষ্ঠ কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী পায়েল চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী সুমাইতা রাফিয়া কথা ও বাংলা বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী রণদা প্রসাদ তালুকদার।

Bootstrap Image Preview