Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হুয়াওয়ে কর্মকর্তাকে আটকের জেরে কানাডার সাবেক কূটনীতিকে গ্রেফতার করলো চীন!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৪৩ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৪৩ AM

bdmorning Image Preview


চীনা টেলিকম কোম্পানি হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়াংঝুকে কানাডার পুলিশ আটক করার পর এবার বেইজিং এ কানাডার সাবেক কূটনীতিককেআটক করেছে চীন। সাবেক এ কূটনীতিকের নাম মাইকেল কভরিং।

মেং ওয়াংঝুকে জামিনে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে কানাডার একটি আদালত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বিষয়টি নিয়ে তার সরকার চীনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগযোগ রক্ষা করছে।  কভরিং’কে আটকের বিষয়টিকে কানাডা ‘গুরুত্বের সঙ্গে’ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেছে, তারা কভরিং-এর আটকের খবর পেয়েছেন এবং তাকে মুক্ত করার চেষ্টা করছেন

গত ১ ডিসেম্বর হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে ও কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়াংঝুকে আটক করে কানাডা। ওয়াংঝুর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দেশটির সঙ্গে বাণিজ্য করেছেন। চীন একাধিকবার তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তাকে মুক্তি না দিলে অটোয়াকে ‘পরিণতি’ ভোগ করতে হবে।  

চীনে আটক কানাডার সাবেক কূটনীতিক এর আগে বেইজিং, হংকং ও জাতিসংঘে কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন।

Bootstrap Image Preview