Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটির অনুমোদন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৩ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ১০:০৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি অনুমোদন করা হয়েছে।

আগামী এক বছরের জন্য নির্ধারিত এ কমিটিতে মোঃ ইনজামামুল হাসান কে সভাপতি ও মোঃ ইফতেখার হাসানকে সাধারণ সম্পাদক করে আরো প্রায় নির্দিষ্ট ৫২টি পদবি বিশিষ্ট ৫৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল দিবাগত আজ রাত একটার দিকে এ কমিটি ঘোষণা করা হয়। লক্ষ্মীপুর জেলার সনামধন্য ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি ডঃ এ এস এম মাকসুদ কামালকে প্রধান উপদেষ্টা করে এ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়েছে।

সরকারি তিতুমীর কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মোঃ ইনজামামুল হাসান সংগঠনকে অনেক দূর এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘এ সংগঠনের মাধ্যমে আমরা তিতুমীর কলেজের ক্যাম্পাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমরা চাই, সার্বিক সকল বিষয়ে লক্ষ্মীপুরের প্রতিটি সন্তান তিতুমীরের ক্যাম্পাসে মাথা উচুঁ করে চলুক।’

সরকারি তিতুমীর কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার হাসান বলেন, ‘আমরা লক্ষ্মীপুর জেলা ছাত্রদের কল্যানের জন্য সংগঠনটি গঠন করেছি। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সহোযোগীতা কামনা করেছেন।’

Bootstrap Image Preview