Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবির সাথে চীনা বিশ্ববিদ্যালয়ের মতবিনিময়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৩ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৩ PM

bdmorning Image Preview


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে চীনের কুনমিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য কুনমিং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে  একটি প্রতিনিধিদল পাঠানোর আমন্ত্রণ জানানো হয়।

সভায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান শিক্ষা, গবেষণা ও সংশ্লিষ্ট অবকাঠামো সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় কুনমিং বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ গ্রহণ করে আগামী জানুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে মত দেন। 

সভায় সভাপতিত্ব করেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। কুনমিং বিশ্ববিদ্যালয় থেকে আসা ভাইস প্রেসিডেন্ট ই জিয়ানহং এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সভায় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া স্বাগত বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।

এ সময় রাবি কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

চীনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুনমিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের চেয়ারম্যান শেন লিং, রিসার্চ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন এন্ড কালচারের ডিরেক্টর পেং জিয়ানলিং, স্কুল অব ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এর ডিরেক্টর ওয়াং জিয়ান ও স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিরেক্টর হে এয়ান। প্রতিনিধিদলটি আগামীকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবে।

Bootstrap Image Preview